আমাদের কথা খুঁজে নিন

   

অটোরিকশা ধর্মঘট স্থগিত

চলতি মাসের মধ্যেই সিএনজি অটোরিকশাগুলোর ‘ইকোনোমিক লাইফ টাইম’ বাড়ানো না হলে এই কর্মসূচি ডেকেছিলেন তারা।
দাবি পূরণে যোগাযোগমন্ত্রীর ‘মৌখিক’ আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে সোমবার বিকালে পরিষদের সদস্য সচিব এটিএম নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তবে আগামী ১০ দিনের মধ্যে দাবি পূরণ না হলে ১৫ এপ্রিল থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা।
বায়ু দূষণের হাত থেকে ঢাকাকে বাঁচাতে চলতি শতকের শুরুতে দুই স্ট্রোক ইঞ্জিনের অটোরিকশা তুলে দিয়ে রাজধানীতে চার স্ট্রোক ইঞ্জিনের সিএনজিচালিত অটোরিকশা চালুর উদ্যোগ নেয়া হয়।

‘বেবি ট্যাক্সি’ নামে পরিচিত হলুদ রঙের অটোরিকশাগুলোকে বিদায় করে ২০০২ সালে রাস্তায় নামে সবুজ রঙের এসব অটোরিকশা।

ইঞ্জিনের ‘ইকোনোমিক লাইফ’ হিসেব করে সেই সময় নয় বছরের জন্য অটোরিকশার লাইসেন্স দেয়া হলেও মালিক ও চালকদের দাবির কারণে আরো দুই বছর বাড়িয়ে ১১ বছর করা হয় মেয়াদ।
এই হিসেবে রাজধানীতে চলাচলকারী প্রায় ১৬ হাজার সিএনজিচালিত অটোরিকশার বেশিরভাগের ‘ইকোনোমিক লাইফ’ শেষ হয়েছে ২০১৩ সালেই।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.