আমাদের কথা খুঁজে নিন

   

সিএনজি ধর্মঘট চিরস্থায়ী হোক

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

সিএনজি ওয়ালারা ধর্মঘট ডাকছে। রাস্তায় দেখলাম সিএনজি কম এবং নাই বললেই চলে। রাস্তায় বেরিয়েই কিছুটা কষ্টও হলো সিএনজি ছিলো না বলে। তারপরেও আমি আনন্দিত এবং আমি চাই এ ধর্মঘট চিরস্থায়ী হোক। কারনগুলো বলছি- 1. সিএনজি সাধারন মানুষের কোন কাজে আসেনা।

এর চালকরা নিয়ম নীতি ও আইন মানেনা। 2. ট্রাফিক সিস্টেম লংঘন করে। 3. অবৈধভাবে মানুষের কাছ থেকে বেশি টাকা আদায় করে। 4. সর্বোপরী পরিবহন ব্যবস্থায় এক ধরনের ক্ষত সৃষ্টি করেছে দুর্নীতি ও অবৈধ ভাবে সিএনজি আমদানী ও বিপনন পদ্ধতি। বরং ঢাকা শহর থেকে 10 হাজার সিএনজি তুলে দিয়ে মাত্র 2শ দোতলা বাস নামানো হোক এবং রুটগুলোকে এমনভাবে বিন্যস্ত করা হোক যাতে করে প্রতিটি পয়েন্টেকে একে অন্যের সঙ্গে সম্পৃক্ত করা যায়।

অর্থাৎ রামপুরা থেকে যেমন নিউমার্কেটে সহজে যাওয়া যাবে তেমনি মিরপুর থেকে সায়েদাবাদ, মতিঝিল আবার মতিঝিল থেকে রামপুরা. গুলশানএমনকি গুলশান থেকে মিরপুর -এভাবে সব পয়েন্টকে সব পয়েন্টের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাহলেই পরিবহন ব্যবস্থায় সাধারন মানুষ উপকৃত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.