সুখের কথা বোল না আর,বুঝেছি সুখ কেবল ফাঁকি,দুঃখে আছি,আছি ভালো,দুঃখে আমি ভালো থাকি। ঘুম থেকে জেগে এক অস্বস্তিকর অনুভুতি হল ফাবির,অনেক দিন আগের পুরানো স্বপ্নটা আবার দেখল সে। সন্ধ্যা হয়ে এসেছে,বৃষ্টি পড়ছে,বাসায় কেউ নেই,এই সময় ফাবি যেন অতীতে হারিয়ে গেলো। ফাবির বয়স যখন ১৩-১৪ তখন ওদের এলাকাতে একটা লাল রঙের স্পোর্টস কার দেখা যেত। ওর কাছে এই জিনিসটা ঘোড়ায় চড়ে রাজপুত্র আসার মতই আকর্ষণীয় ছিল।
ফাবির ধারণা ছিল যারা স্পোর্টস কার চালায় তারা অনেক dashing,smart,cool হয় এক কথায় বলা যায় এ যুগের রাজপুত্র। ফাবির বান্ধবী সায়মার ফ্রেন্ড ছিল এই রাজপুত্র,নাম রিশাদ। সায়মার কাছ থেকে রিশাদের গল্প শুনতে শুনতে তার প্রেমে পরে গেল ফাবি। দিনরাত স্বপ্ন দেখত ও আর রিশাদ লাল গাড়িটাতে চড়ে পুরা শহর ঘুরে বেড়াচ্ছে। ফাবির এখনও মনে পড়লে হাসি পায়,সায়মার সাথে কথা বলার সময় রিশাদের নামটা শোনার জন্য ও কান খাঁড়া করে রাখত।
তারপর একসময় শুরু হল রিশাদের সাথে পথচলা,কথা বলা,কথার গাড়ি চলতে থাকলো ফোনে ,মনে মনে। প্রেমে পরে ফাবির মত ভীতুর ডিম মেয়ে রীতিমতো বন্ড গার্লদের মতো দুঃসাহসিক কাজ কারবার শুরু করে দিয়েছিল। প্রথমবার ধরা খাবার পর প্রায় সারাক্ষনই ওকে নজরবন্দী করে রাখা হতো,যেখানে যেত বুয়া, দারোয়ান,ড্রাইভার,ফাবির মা সঙ্গে যেত। কিন্তু ফাবি ওদের চোখে ধুলো দিয়ে চুটিয়ে প্রেম করে যেতে লাগলো। এমনকি রিশাদ অসুস্থ থাকা অবস্থায় একবার ওকে দেখতে ওর বাসায় চলে গিয়েছিল,কেউ টের ও পায়নি।
ফাবি শুনেছে ও নাকি এখন একজন ডিজে,drinks করে,ড্রাগ নেয়। ফাবি অবাক হয়ে ভাবে,এই ধরনের একটা ছেলে কে ও কিভাবে এত ভালবেসেছিল,এখন এই গুলাকে দেখলে ওর মেজাজ খারাপ হয়ে যায়। তাহলে কি ফাবির বাবা ঠিক ছিল??একথা মনে হতেই ব্যথায় ফাবির বুকটা ভরে গেল। ও কখনো কোনদিন কাওকে বলেনি কিভাবে ওদের সম্পর্কটা ভেঙ্গে গিয়েছিল। ফাবি কালো রাতটার কথা মনে করতে চায় না,মনে পরলে গা শিওরে ওঠে ওর।
ফাবির বাবা অনেক রাগী,তারপর ও মেয়ে কে তিনি কোনদিন একটু ধমকে কথা বলেননি,ফাবি ছিল ওর বাবার priceless princess,প্রথমবার ধরা খাবার পর তিনি মেয়েকে অনেক বুঝিয়েছিলেন,কিন্তু second বার জীবনে প্রথমবারের মতো তিনি মেয়ের গায়ে হাত তুলেছিলেন। একথা মনে হতে ফাবির খুব খারাপ লাগা শুরু হল, ও ছাদে চলে এলো। রাত নেমে এসেছে,চারিদিকে দানবের মতো দাড়িয়ে থাকা অসংখ্য building গুলাতে আলো জ্বলছে। হটাত করে ফাবির নিজেকে খুব ক্ষুত্র মনে হতে লাগলো,ওর মনে হল চারিদিকে এত মানুষ,না জানি পৃথিবীর বিভিন্ন প্রান্তে আরও কতো মানুষ আছে,তাদের জীবনে কতো কাহিনী,কত হাসি কান্না,কে কয়দিন বেঁচে থাকবে ,কে যে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে ঠিক নাই। পৃথিবী একটা অদ্ভুত জায়গা,অদ্ভুত মানুষের জীবন,এক অদ্ভুত অনুভুতি পেয়ে বসলো ফাবিকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।