আমাদের কথা খুঁজে নিন

   

প্রিন্স মাহমুদ এর অ্যালবামগুলো ২ ঃ প্রিন্স মাহমুদ ও 'ওরা ১১ জন' এর গল্প

প্রিয় বন্ধুরা, ২দিন পর আজ আবার নিয়ে এলাম আমার নতুন ধারাবাহিক প্রতিবেদন 'প্রিন্স মাহমুদ এর অ্যালবামগুলো'২য় পর্ব । আজকের পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে বাংলাদেশের অডিও বাজারের ঝড়তোলা ব্যান্ড মিক্সড প্রিন্স মাহমুদ এর সুরে 'ওরা ১১ জন' অ্যালবাম এর গল্প। ওরা ১১ জন ঃ নাম শুনে মনে হতে পারে বাংলা চলচ্চিত্রের পরিচালক চাষি নজরুল ইসলাম এর মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ছবি ' ওরা ১১ জন' এর কিছু। আসলে না। এই ১১ জন হলেন ৯০ দশকের আমাদের তারুণ্যকে উম্মাদনার জোয়ারে ভাসিয়ে রাখা ১১ জন সেরা ব্যান্ড যোদ্ধা ও শিল্পী যারা আজ বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তীর তালিকায় উঠে এসেছেন।

প্রিন্স মাহমুদ তাঁর কালজয়ী অ্যালবাম 'শক্তি' দিয়ে যে জোয়ার শুরু করেছিলেন সেই জোয়ার কে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলো ২য় ব্যান্ড মিক্সড অ্যালবাম 'ওরা ১১ জন' দিয়ে। 'শক্তি' অ্যালবাম এর ১২ টি গানের মাঝে প্রিন্স এর ছিল ৮ টি গানের সুর ও সঙ্গীত । এবার 'ওরা ১১ জন' এ করলেন ১০ টি গানের সুর এবং সেই সুর করা ১০ টি গানের মধ্য ৭ টি গানের সঙ্গীতও । 'ওরা ১১ জন ' এর শিল্পী ও গানগুলো হলো - আইয়ুব বাচ্চু - একা , কার কাছে যাবো , চন্দন (উইনিং) - ক্ষমা, তোমাকে ছাড়া , ফজল (নোভা) - এখন তুমি সুখে নেই , মাটির দেহ , খালিদ - কিভাবে আমায় কাদাবে বলো পার্থ- অভিমান করিনি , বিপ্লব ( প্রমিথিউস)- ভয় , টিপু (অবসকিউর) - হাত বাড়ালেই বন্ধু হবো ,নকীব খান - সে তুমি , প্রিন্স মাহমুদ (দা ব্লুজ) - তুমি আর সেই তুমি নেই ও গুরু আজম খান এর 'অস্রুলিখা' সহ মোট ১২ টি গান । একটু ভালো করে লক্ষ্য করুন তো নামের তালিকায় ১১ জন হয়েছে কিনা? না ,হয়নি।

উপরে ১০ জনের তালিকা দিলাম কিন্তু আরও একজন রয়ে গেছেন , তিনি তৎকালীন সময়ের খুব জনপ্রিয় ব্যান্ড 'ফিলিংস' এর চরম জনপ্রিয় ও দুর্দান্ত ড্রামার এহসান এলাহী ফানটী। ফানটি ছিলেন অ্যালবাম এর ১০ টি গানের ড্রামস ও রিদম প্রোগ্রামিং এ। বাকি দুটো গানের রিদম এর ছিলেন আরেক দুর্দান্ত ড্রামার ওয়ারফেইজ ও উইনিং এর টিপু । 'ওরা ১১ জন' এর গানগুলোর মাঝে সবচেয়ে বেশী শ্রোতাপ্রিয় গান ছিল আইয়ুব বাচ্চুর 'একা' টিপুর 'হাত বাড়ালেই বন্ধু হবো, চন্দন এর 'ক্ষমা' খালিদ এর 'কিভাবে কাঁদাবে' ফজল এর 'এখন তুমি সুখে নেই' ও বিপ্লব এর 'ভয়' গানগুলো। অ্যালবাম এর প্রতিটি গান আপনার ভালো লাগাকে ছুঁয়ে যাবে কিন্তু উল্লেখিত গানগুলো ছিল চরম, সুপার, ফাটাফাটি বলতে যত বিশেষণ আছে সেটা ।

অ্যালবাম এর জনপ্রিয় গানগুলো লিখেছিলেন লতিফুল ইসলাম শিবলি ( কার কাছে যাবো, হাত বাড়ালে বন্ধু হবো, ভয়, সে তুমি ও কিভাবে কাঁদাবে ) , এঞ্জেল শফিক(একা), প্রিন্স মাহমুদ ( ক্ষমা, সুখে নেই, মাটির দেহ, তোমাকে ছাড়া), রাহাত ফারুক ( অশ্রুলিখা)ও আশরাফ বাবু ( অভিমান করিনি) । আইয়ুব বাচ্চুর ২ টি, চন্দন এর ২ টি ও পার্থের ১ টি গানের সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পিরা নিজেরাই । বাকি সবগুলো গান ছিল যুবরাজ প্রিন্স মাহমুদ। 'ওরা ১১ জন' অ্যালবামের জ্বরে সেই সময় আমরা কিশোর তরুণ যুবকরা ছিল ভয়াবহ ভাবে আক্রান্ত। ইচ্ছে করে আরেকটিবার এমন একটি জ্বরে আক্রান্ত হই।

কিন্তু আফসোস কি দিবে সেই ভালোবাসার ও ভালোলাগার জ্বর ? আফসোস ...আফসোস ...আর শুধুই দীর্ঘশ্বাস। । সম্পূর্ণ অ্যালবামটি পাবেন শুধুমাত্র - বাংলা গান ও ছবির যাদুঘর বিশেষ কৃতজ্ঞতা ঃ ‘RaDiO bg24’ পরিবারের অন্যতম সেরা সদস্য ইমতিয়াজ মাহমুদ তমাল কে । ********* কবি ও কাব্য (ফজলে এলাহী পাপ্পু)এর ‘বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাস’ এর অধ্যায় ৫ ঃ ব্যান্ড সঙ্গীতের সেরা অ্যালবামগুলো’র ‘ওরা ১১ জন’র অংশ থেকে নেয়া । ***********  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.