বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
ঈদে আসছে প্রিন্স মাহমুদের মিক্সড অ্যালবাম 'দেবী'। অ্যালবামের শিল্পীরা হলেন_ আইয়ুব বাচ্চু, জেমস, হাসান, শাফিন আহমেদ, নকীব খান, পার্থ, খালিদ, টুটুল, বাপ্পা ও কুমার বিশ্বজিৎ। 'মেহেদী রাঙানো হাত' অ্যালবামের পর দীর্ঘদিন 10/12 জন শিল্পী নিয়ে মিক্সড অ্যালবাম প্রকাশ করা হয়নি। শ্রোতারা মিক্সড অ্যালবামে ভেরিয়েশন চায়। সে কারণে বিভিন্ন ধারার শিল্পীদের একত্রিত করে মিক্সড অ্যালবাম করলাম। 'দেবী' অ্যালবামে শ্রোতাদের 'এখনও দুচোখে বন্যা', 'দাগ থেকে যায়', 'ক্ষমা', 'ঘৃণা', 'শ্রোত', 'দেয়াল- দুই হূদয়ের মাঝে', 'শক্তি'র মতো জনপ্রিয় মিক্সড অ্যালবামগুলোর ছোঁয়া পাবে বলে আমার বিশ্বাস। অ্যালবামটি দু'এক দিনের মধ্যেই গানচিল থেকে প্রকাশ হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।