লেখাগুলো একদম আমার নিজস্ব পৃথিবী থেকে নেওয়া...কিছুটা অসংলগ্ন এবং নিম্ন মানের!!! জীবনে মানুষ আনন্দ পাক বা না পাক কষ্ট তাকে পেতেই হয়। অনেকে বলে পৃথিবী কষ্টময় আর জীবন কষ্টের দেনায় বাঁধা! কষ্ট দেওয়ার ও পাওয়ার মধ্যেও রয়েছে হরেক রকমফের...এক জনের জুতা দরকার কিন্তু তার কাছে জুতা কেনার টাকা নেই সে কষ্টে আছে, আর এক জনের টাকা আছে কিন্তু যে জুতা পছন্দ তা কেনার পর্যাপ্ত টাকা নেই সেও কষ্টে আছে,আর এক জনের পর্যাপ্ত টাকা আছে কিন্তু পছন্দসই জুতা নেই সেও কষ্টে আছে, আর এক জনের পর্যাপ্ত টাকা আছে পছন্দসই জুতাও আছে কিন্তু কিন্তে যাওয়ার সময় নেই সেও কষ্টে আছে, আর এক জনের পর্যাপ্ত টাকা আছে পছন্দসই জুতাও আছে কিন্তে যাওয়ার সময়ও আছে কিন্তু তার পা নেই সেও কষ্টে আছে... শেষ পর্যন্ত শব্দটা কিন্তু একটাই "কষ্ট"... "কষ্ট তুমি নিঃশ্বাষের মত আপন তুমিই শুধু প্রতারনা করনি নিঃসঙ্গ করনি আমার জীবন"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।