অজান্তে কনকলতা
কষ্ট নেবে কষ্ট
- ০৮/০৯/২০০৪
কষ্ট নেবে কষ্ট,
লাল, নীল, সবুজ, বেগুনী,
হরেক রকম কষ্ট আছে,
চোখ ধাঁধানো স্মৃতির কষ্ট,
সামলে নিলে থাকলে পাবে ঈন্দ্রজালের অমরাবতি।
নেবে গো নেকি কষ্ট?
অকুলে পাজর ভাঙ্গার কষ্ট,
সাথীহারা রাতের নিসঙ্গতার বেদনা,
বার্ধক্যে বিরামহীন নিসঙ্গতার বেদনা,
লাগামহীন একাকীত্বের দৈন্যতার কষ্ট।
আমার ভান্ডার অফুরান,
কেতকীর কেতন কেতা’র ভরন,
আজীবন কেলেহাঁড়ি ধরনে মরন,
তপোভঙ্গের তপ্ত হাওয়ায় জীবন তব তরতম।
তবুও কি কষ্ট নেবে?
তহবন্দ হরন করা নগ্নতার সেই লাঞ্চনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।