আজ আমাদের পবিএ ঈদ চলে গেল। যুদিও আজ সারাদিন আমার মন ভাল ছিল না ।
আমারা সব সময় একটি গরু কোরবানি দিয়ে থাকি এইবারও তার ভিন্ন কিছু হয়নি।
কিন্তু সবচেয়ে কষ্টের ব্যপার হলো গতবার মাংস বিলাতে গিয়ে তেমন সমস্যা হযনি ।
কিন্তু এইবার মাংস বিলাতে গিয়ে দেখি মানুষ আর মানুষ আমি সবাইকে ২ টুকরো করেও দিতে পারলাম না ।
অনেকে খালি হাতে চলে গেল। আমি তখন বুঝলাম যে আমার দেশ আগের থেকে অনেক গরীব হয়ে যাচ্ছে । আমাদের বর্তমার সৎ সরকার দেষের মানুষকে ভিক্ষার ঝুলি দিচ্ছে । দেশে কাজ নেই চারিদিকে শুধু অভার আর অভাব । আমি মনে করি মানুষের কষ্ট বর্তমান সরকারের সূষ্টি করা কষ্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।