সুখীমানুষ
কষ্ট দিতে কষ্ট লাগে তাই করেছি পণ
কষ্ট পেয়েই কাটায়ে দিবো সারাটা জীবন।।
অহিংসা নীতির মত হবে কষ্ট পাওয়া নীতি
কষ্টের ঘায়ে কন্ঠে আমার ওঠবে মধুর গীতি।।
সে গীত শুনার বন্ধু তোমার রইলো নিমন্ত্রন।ঐ
রইলো আমার রাতের আকাশ, রইলো যত তারা
দেখবেনা কেউ, দেখবে শুধু এরাই চোখের ধারা।।
তোমার থাকুক বিজয় কেতন, আমার নীল গগন।ঐ
২৪ ডিসেম্বর ২০০৭, প্রেমবাগান, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।