আমাদের কথা খুঁজে নিন

   

নারি হয় পুরুষ / পুরুষ সাজে কি ।

নারী হয় পুরুষ / পুরুষ সাজে কি ********************* মোহনগঞ্জ ষ্টেশনে মানুষের উপচে পড়া ভিড় । যাব নেত্রকোনা যথাসময়ের অনেক পরে ট্রেন এলে উটে পড়লাম একটা কামড়ায় শুরু হল চেচামেচি চিৎকার সীট দখলের পায়তারা । সাথি মামুন কে দেখালাম দৃশ্য টা , একজন মোল্লা টাইপের লোক পরনের বেশ ভূষা অদ্ভুদ দুচোখ ছাড়া সারা শরীর আল কেল্লায় ডাকা । বসল আমাদের পাশেই । ট্রেন ছেড়ে দিল নানা গল্প গুজবে আমরাব্যাস্ত ।

অতিতপুর থামতেই একটা আজব কাণ্ড ঘটল , বিদেশী শট কাট পোশাক পড়া এক বাঙালি মহিলা সবাইকে টেলে উটে পড়ল আমাদের কামড়ায় । লোভীর মত যুবক ছেলে বুড়ূ ঘিরে ধরল যেন এমন চিজ ওরা আর কোণ দিন দেখেনি । টেলা ধাক্কা সহ্য করে অবশেষে বারহাটটায় নেমে পড়ে মেয়েটি । সম্ববত কোণ এন জি ও তে চাকরি করে । মোল্লা এবার চেচিয়ে উটে বুঝলেন মিয়ারা এইসব কাল কিয়ামতের লক্ষন ।

এইযে আমি ব্যাটা মানুষ সমস্ত শরীর আব্রুতে ডাকা আর বেলাজ বেসরম মাইয়া ওদের শরীরে আব্রু নেই , পর্দা নেই । কি কন আমাকে ফুল লে ডিস ডাকলে ভুল হবে । লোকটির কথা শুনে আমরাই লজ্জিত হলাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.