আমাদের কথা খুঁজে নিন

   

নারি

আমার কাছে জিবন মানে একটা যুদব ক্ষেত্র। ভালোভসা হলো একটা উপলক্ষ জিবন চক্র চালানোর জন্য। ইসলাম ধমে আমার পুরোপুরি বিশ্বাস আছে সাথে অনেক প্রশ্ন আছে ইসলাম বিশেষগ্গদের কাছে (ইসলাম ধর্ম নিয়ে যারা লিখেন বা চর্চা করেন)। একটা সাভাবিক/সাধারন বিবাহের শুরু হল অবিবাহিত দুইজন নরনারির বিয়ে। তারপর তাদের ছেলেমেয়ে হবে এবং তাদের লালন পালন করবে মা ভরনপোষন করবে বাবা।

তারপর ছেলেমেয়েরা বর হয়ে গেল মা তাদের পালন করতে এত বেশি ব্যাস্ত থাকল যে অন্য কোন দিকে তার তাকানোর সময় নাই। ছেলেমেয়েরা সবাই প্রতিস্ঠিত হয়ে গেল যার যার জিবন নিয়ে সে ব্যস্ত। একসময় মা তার সন্তান ধারন ক্ষমতা হারি্যে ফেলে অর্থাৎ বিগত যৌবন। কিন্তু বাবার যৌবন অটুট সে আবার বিয়ে করে বা করতে পারে। জিবনের একটা পর্যাযে গি্য়ে তাদের আর কোন দরকার থাকে না।

তখন তারা বোঝা। আমার প্রশ্নটা এইখানে। কেন এই অসমতা আল্লাহ নিজেই রেখেছেন? ইসলাম একটি পু্র্নান্গ জিবন ব্যাবস্থা শুধু। সবার ক্ষেত্রে সমান অধিকার নিস্চিত করা কি ইসলামের বিধান? আমি মাঝে মাঝে অনুভব করি যে সমাজ যন্ত্রটাকে চালানোর জন্য মেয়েরা একাটা বাহক মাত্র । জিবন আস্বাদন করবে ছেলেরা।

মেয়েরা উপলক্ষ মাত্র। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.