আমি একজন সাংবাদিক!!!
নারি বাচিস কেন ? হয়ে পরগাছা,
হতে তুই চেস্টা কর নিজ গাছা ।
আর কতকাল দেবে তুই, তার কাধের উপর ভার
অন্যের উপর ভার দেয়ার কাজ তুই ছাড় ।
বেচে থাকতে তার উপর করিস কেন আসা
নিজে নিজে বেচে থাকার কর ভরসা ।
নারি বলে নিজেকে তুই করিস কেন হেয়,
পরের উপর ভরসা থেকে মৃত্যুটা যে শ্রেয় ।
নিজেকে নারি ভেবে করিস কত হেলা ,
ফেলে আসা জীবন ছেড়ে বেচে নে নতুন বেলা ।
তুই নারি বলে সবাই করে করুনা
বলতে শিখ আমি নারি, আমি মানুষ, তুমরা জাননা,
তবে দেখবে যে তুই , হবে মানুষ পাবে অনেক দাম
পুরুষের ঐ সমান তালে হবে যে তর কাম ।
অবলিলায় আমি মানুষ, অবলিলায় নারি
তখন তোমার হাতেই শোবা পাবে পুরুষের তরবারি,
ওরা তুমায় করে সর্ব করুনা দান
করুনা নিয়ে বেচে থাকবে তোমার কি নেই মান ।
আমি নারি আমি মানুষ নেব না কারও দান,
সবাই তরে স্যেলুট দেবে, দেবে আরও মান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।