প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা। নগরীর এক প্রান্তে খাদ্য কিন্তু ক্ষুধা নেই, অন্য প্রান্তে ক্ষুধার মহাসমাবেশ, খাদ্য নেই, তোমাদের আছে যুক্তি, যার বাস্তবতা নেই, আমাদের আছে বাস্তবতা, যার যুক্তি ই নেই। তাই বলি কি- উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দাও রাজ্য পরিষদ বুক থেকে এক চিমটি চামড়া নিয়ে কর অনিরুদ্ধ বশীকরণ পালটে দাও নির্লজ্জ সংবিধানের বেহায়া গতিপথ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।