সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...
আমার শহরে এখন বৃষ্টি নামে না !!!জলপাই ঝোপে গান গায় না জোনাকির দল! মায়ের সুন্দর মুখের মতো গোলগাল চাদঁ টা ঢাকা পড়ে যায় বড় বড় দালানের ভিড়ে !!!
গ্রামে যখন থাকতাম; ভরা পূর্ণিমায় মা ওর কোলে বসিয়ে গীতবিতান আওড়াতেন !!!
...গরূচোখা এক টা মেয়ের সাথে সখ্যতা হয়েছিলো কয়েকদিনের জন্য ।লুঙ্গির কোচঁরে করে নন্দী বাড়ির বিল থেকে কত্তো শাপলা কুড়িয়েছি ওর জণ্য !!!এামি জানিনা আ িম ওকে ভালোবাসতাম কিনা!!
একদিন কি যে হলো !!! হারামিটা কিছু না বলে কোথায় যেন পালালো!!
আমার এখন কিছুই ভালো লাগে না !!! আমার শহরে চড়ুই ডাাকে না !!!একটু বৃষ্টি ,একটু রোদে দেখা যায় না রঙধণু !!!
গ্রামছেড়ে আসার পর কিছু দিন স্বপ্নেগরূচোখার ঘাসে ঢাকা কবর টা দেখেছি; এখন আর তাও দেখি না !!!
হে শহর ,তুমি এত পচাঁ কেন ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।