মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । জোড়া শালিকের সাথে চুক্তি।
সকালে জোড়া শালিক ঘুম ভাঙ্গাল
কিচির মিছির ডাকে,
তাদের আকুলতা বুঝিনি, বুঝতে চেষ্টাও করিনি,
যেমনটা করিনি গণিতে।
গণিতে আমি বরাবরই কাঁচা,
আজ গণিতের কোন হিসাব বুঝা লাগে না।
বুঝা লাগে না বিঙ্গান মানুষের সম্পর্ক ঠিক
কোন পর্যায়ে গেলে প্রেম বলে?
আজ জোড়া শালিকের ডাক
মনে করিয়ে দিল-
পুরানো আমার সেই প্রিয় ডাক।
আমি আগেও শুনেছি বহুবার এই ডাক।
যে ডাক কখনো শুনেনি মানুষ,বুঝেনি মানুষ।
শালিক জোড়া শালিক আমার,
আজ তোদের সাথে ভাব করবো,
তোদের ডাক বুঝবো,
তোদের বাধ্য হব কথা দিলে তোরা
আমার রানার হবি,
তার পৃথিবীতে আসার দিনে
তারে আমার শুভেচ্ছা দিবি....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।