আমাদের কথা খুঁজে নিন

   

জোড়া খুন

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই খুন হয়েছে দুই তরুণ, জোড়া খুন জিগর দোস্ত তারা, বাঁশের চাটাইয়ের ভিতর গুলি করে ফেলে গেছে কারা ব্যবসা ছিল, চাঁদার অবৈধ নিয়মে এবং উদ্ভিন্ন মিম্বারে দুই রাকাত জুম্মার আজানে.. শুক্রবার থেকে উটের পায়ের মত পরের সপ্তাহে, তৃতীয় কারো সঙ্গে রিকশায় বকরি ঈদগাহে রাত্রিতেও সজাগ থেকে জরুরী আলাপে, বালিশের গায়ে মাথা রেখে বৈশাখের গরম উত্তাপে গম্ভীর ভক ভকে এক সঙ্গে গল্প হয়েছিল ছাদে ফার্মেসির স্পিরিট নেশায় । কৃষ্ণদেহের দীর্ঘ চিকন মুরগী পাঁজর, ফর্সা দেহে মেদ ভুঁড়ির বিজ্ঞাপনের আছর, তারপর চিটাগাং এর ট্রেনে তারা লোহার রড আমদানি করে দুজনের হাতে ঘড়ির মিল একই রকম সাদা ডায়ালে রূপালি কাঁটা ঘোরে টিক টিক করে খবরের সংবাদে থ্যাতলানো গুলির মত মুখে, চিৎকার করার আগেই মিহিন গামছায় মুখ বেঁধে ফেলে কয় মিনিট আগে পরে গিয়েছে, এখন দু বাড়িতে কাঁদবে মায়েরা, চায়ের আড্ডায় কথা হবে, এদেশে বেড়ে গেছে খুন রাহাজানি ধূসর সময়, শ্যাওলা আচ্ছাদিত ছাদের তলায় পায়রা নারীদের চোখ ভর্তি পানি দুজন একটু আগে পরে আততায়ীর সাইলেন্সার নল, মাপ ঝোঁক ফিনিশ হয়েছে কে সবল কোন দুজন দুর্বল ডট ম্যাট্রিক্স পাখি প্রিন্ট বৈকালিক ফ্যাকাসে চাঁদের আকাশে জোড়া মানবের প্রিয় এক গান, ওরা শুনত পরিবারের রীতিতে রেডিওতে বাজছে নজরুল গীতি যাও মেঘদূত বিরহলিপি দিও প্রিয়ারও হাতে -- ড্রাফট ১.০ / কবিতায় লম্বা লাইনগুলো ভেঙে যায়..স্পেস খেয়ে ফেলে লাইনের আগে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।