কবি হতে চেয়েছিলাম... জোড়া জুতোর গান তায়েব মিল্লাত হোসেন [উৎসর্গ: সাইফুল সামিন] ধূলো ধূলো ধূলোর গল্প বলো কাটা পড়া পথের চঞ্চলতা চুলোয় যাক আলোকিত শহর রেলগলিতে আমাদের আসর।। জানি সন্ধ্যের ট্রেন নির্বাক শ্রোতা তবু সংকেত বাতি গোধূলি আলো সিলেবাসে থেকে যায় বাড়ির কাজ হাসাহাসি খুনসুটি উদ্যান ঘাস আজ হিসেবি মোসাহেবি একাকার চার দেয়াল আর নয় আর নয়। রাত বিপথে হাঁটে অন্ধগলিতে পদধূলির খোঁজে ভুল সাঁতার কদমের ডাল যায় ঋতু নিলামে আল বেয়ে আমাদের নাগরিকতা হাত কয়েদি নিয়মের কারাগারে জোড়া জুতোর ভয় নেই ক্ষয় নেই। ২৩ জুন ২০১২ মিরপুর-৬, ঢাকা-১২১৬।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।