যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........
সাধারণ বাঙ্গালী খুব একটা কফি খায় না!! তবে মাঝে মাঝে শখ করে কফি খায় !! কেউ দোকানে কী অথবা বাসায় বানিয়ে!! আজকের পোষ্ট তাদের নিয়ে যারা বাসায় কফি বানিয়ে খেতে চান। ভালোবাসার মানুষকে একটু অন্যভাবে কফি পরিবেশন করে চমকে দিন!! শুধু মাত্র পরিবেশনা কিন্তু কোনো খাওয়ার মানকে উন্নত করে ফেলে!! যাই হোক এইবার আসল ঘটনায় আসি! প্রথমে একটু দুধ কফি বানাতে হবে। যারা দুধ কফি বানাতে পারেন না তারা পানিতে লাফ দেন!! যারা পারেন তারা আমার সাথে থাকুন।
ছবি দেখে নিচের ধাপ অনুসরণ করুনঃ
১. প্রথমে কাগজটিকে ছবির মতো করে দুই ভাজ করুন।
২. ছবির মতো করে কাগজ কাটুন।
৩. এবার কফির কাপের উপর কাগজটি খুলে উপরে রাখুন। খেয়াল করুন যাতে ভালোবাসার চিহ্নটি যাতে মাঝখানে থাকে।
৪. এবার ভালোবাসার ফাকা অংশ দিয়ে দিয়ে চকোলেট পাউডার ঢেলে দিন!! সাধারনত চকলেট পাউডার খুব একটা সহজলভ্য নয় তাই আমি বুস্ট অথবা চকলেট হরলিক্স ব্যাবহার করি!!
৫. ব্যাস কাগজ সরিয়ে ফেলুন আর পেয়ে যান আপনার ভালোবাসার কফি!!
কাগজ দিয়ে কিন্তু আরো অনেক কিছু করা যায়। কারো নাম, হাতি ঘোড়া, বাঘ ইত্যাদি!! তাই দেরি না করে বানিয়ে ফেলুন আপনার পছদের মতো কফি!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।