আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার ই গান(৩)

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। " নদীতে জোয়ার আসেরে বন্ধু, প্রাণে যে জোয়ার আসে না.... উজান বাতাস বইলো বটে, প্রাণ বন্ধুয়া শুধু আইলো না..রসের নাগর আইলো না...। খেলতে ছিলাম সাধের পুতুল খেলা কোন সময়ে ফাঁকি দিয়া বন্ধু তুমি ছাইড়া গেলা, সে তো বুঝলাম না। এখন কাটে না আমার বিরহবেলা সতত এ হৃদমাজারে রক্ত হয়রে ক্ষয়, ভুলো কী ছিল বন্ধু শুধু বলে যাও...শুধু বললে যাও।

অমাবস্যা রাতি, বিছরি ওঠে কাল কোকিলা, আছো কোথায় তুমি সাথী। কোন কব্বরে শোয়াইয়া দিলাম তোরে সাদা কাফন পড়াইয়া আমার নিঠুর নাইয়া, পাইনা সে নিশান। ভালোবাসার অপরাধ মানি চোখের জল গড়িয়ে যাক যেন গাঙের পানি কোন সুরে বাঁধবো তারে, কোন সে সুরের তালে। বাতাস তো খেলে না সেই ছেঁড়া পালে। "কোন সুরে বাঁধবো তারে, কোন সে সুরের তালে" দয়াল বলে দাও না আমারে...।

সোহাগের ডোর ছিইড়া কী ভাবে যে ভুইলা গেলা আমারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.