চারিদিকে আজ কোথাও আমায় খুঁজে পাচ্ছ না তুমি কারণ তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি আমি জ্বলে জ্বলে পুড়ে পুড়ে নিজেকে সরিয়েছি অনেক ভাবনার পরে তোমার আমার সম্পর্ক কভু সফল হবে না বলে বোঝ নি আমায়, বুঝতে চাওনি তুমি বোঝার মতন করে মোহের নেশায় অন্ধ হয়ে চোখ যে বুঁজে ছিলে ভালোবাসার ঋণে আমাকেও যে ভাসিয়ে দিয়েছিলে ভুল সময়ে ভুল মানুষকে ভালোবাসার ঘরে টেনে ভুল করেছিলে সেদিন তুমি একথা নাওনি মেনে। ঝটকা লেগেছিল হঠাৎ করেই আঘাত যখন এলো পায়ের নীচ থেকে তোমার সেদিন মাটিটুকু সরে গেল নিজেকে আমি সরিয়ে নিয়েছিলেম তখন আলতো করে তোমার সমস্ত অমঙ্গল আশঙ্কা মুক্তো করে দিয়ে বুঝতে দেই নি তোমাকে সেদিন মনের যত কথা মনের ভেতর লুকিয়ে রেখেছিনু আমার যত ব্যথা শুধু তোমার ভবিষ্যতের কথা ভেবে সরে গিয়েছিলেম দূরে তোমা হতে বহুদূরে তোমার মনে ঘৃণার বীজটুকু বুনে দিয়ে। আমার কথা আর মনে রবে না, আজ থেকে বহুদিন পরে স্বামী সংসার নিয়ে মেতে রবে তুমি, তোমার সুখের ঘরে ফুলের মত একটি শিশু খেলবে তোমার কোলে কাঁদলে তাকে ঘুম পারাবে রাবণের গল্প বলে হয়তো তোমার ভাসবে মনে রাবণ ছিলেম আমি ভুলেও তখন দুফোঁটা জল ফেল নাকো যেন তুমি যতটা ঘৃণা করছ এখন করে যেও চিরদিন ঘৃণা পেতে পেতে একদিন আমি শুধিব তোমার ঋণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।