নেপালের একটি আদালত এক নারী পাচারকারীকে ১৭০ বছরের কারাদণ্ড দিয়েছে। বাজির সিং তামাং নামের ওই ব্যক্তি নেপাল থেকে কিশোরীদের ভালো কাজের আশ্বাস দিয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার করতো বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। ৩৭ বছর বয়সী তামাং নেপালের গ্রামাঞ্চল থেকে নারী ও কিশোরীদেরকে মধ্যপ্রাচ্যে ভালো কাজের আশ্বাস দিয়ে দালালের মাধ্যমে ভারতে পাচার করতো। এমনকি নিজের মেয়েকেও ভারতের পতিতালয়ে বিক্রি করে দিতে দ্বিধা করেনি সে। সংবাদদাতারা জানিয়েছেন, নেপাল থেকে ভারতের পতিতালয়গুলোতে নারী পাচার দেশটির জন্য দীর্ঘদিন ধরে একটি বড় ধরনের সমস্যা বলে চিহ্নিত হয়ে আসছে। ২০০৭ ও ২০০৯ সালে কয়েকটি মানবাধিকার গ্রুপ ১৬ বছরের কমবয়সী ছয় কিশোরীকে পাচারের হাত থেকে উদ্ধার করে। এসব মানবাধিকার গ্রুপ তামাঙের বিরুদ্ধে মামলা পরিচালনা করেছে। এ মামলায় সরকার পক্ষের কৌঁসুলি কৃষ্ণা জং শাহ বলেছেন, বাজির সিং তামাঙের বিরুদ্ধে কিশোরী পাচার ছাড়াও পতিতাবৃত্তির একটি চক্র পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়েছে। নেপালের ইতিহাসে ১৭০ বছরের কারাদণ্ড দেয়ার ঘটনা এই প্রথম।#
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।