মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী এক তরুন নরপশু ও কোসাই নামে স্বীকৃত জামতে ইসলামের অন্যতম নেতা কাদের মোল্লার বিচারের রায় এদেশের সুশীল সমাজ ও যুব সমাজ কখনই মেনে নিতে পারি নি। জনগন চায় তার ফাঁসি হোক। তারই ধারাবাহিকতায় ঢাকার শাহাবাগ এলাকায় গত তিনদিন ধরে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচী পালন করে আসছে বিভন্ন পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ। আর কেনই বা না আসবে? আসতে তো আমাদের হবেই। কারন, এটা আমাদের প্রাণের দাবি।
একই সুর একই প্রত্যাশা ও দাবিতে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ খুলনায়ও এই প্রহসনমূলক বিচারের প্রতিবাদে বিক্ষুব্ধ সাধারন জনতা রাজপথে নেমে এসেছে। গতকাল ৬ই ফেব্রুয়ারীতে খুলনায় বিভিন্ন সংগঠন সহ সকল পেশার মানুষেরা বিভিন্নভাবে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সন্ধ্যায় শহরের পিটিআই মোড়ে সকল পেশাজীবীদের সমন্বয়ে মোমবাতী জ্বেলে শহীদের স্মরণ ও রাজাকারদের বিচারের দাবি করা হয়। কিছুক্ষনের জন্য হলেও খুলনা একটা প্রতিবাদী শহরে রূপ নিল। সমাবেত হলো কয়েকশ মানুষ।
কিছুক্ষনের জন্য নগরী বিক্ষোভ ও প্রতিবাদী নগরের রূপ নিলো। মোমের আলোয় আলোকিত হয়ে সকলের প্রাণে একই সুর বইছে রাজাকারের ফাঁসা চাই।
এখানেই শেষ নয়। আজকের অর্থাৎ ৭ তারিখেও কর্মসূচী ঘোষনা করেছে নির্দলীয় ও সচেতন এ্ই খুলনাবাসীরা। আজকের কর্মসূচী নিচে তুলে ধরলামঃ-
স্থানঃ শিববাড়ী মোড়, কেডিএ এভিনিউ খুলনা।
তারিখঃ ৭ই ফ্রেবুয়ারী, বৃহস্পতিবার।
১। সমাবেত (সকাল ১০.০০ টায়)
২। সাধরণ জনগনের উদ্দেশ্যে সত্য ঘটনা সম্বলিত লিপলেট বিতরণ। (চলতে থাকবে)
৩।
গণ স্বাক্ষর (চলতে থাকবে)
৪। প্রতিকী ফাঁসি (চলতে থাকবে)
৫। রোড-শো, (বিকাল ৫.০০ টায়) [শহরের গুরুত্বপূর্ণ সড়ক ব্যাপী হবে]
এছাড়া নতুন আরও অনেক কর্মসূচী আসতে পারে জাগ্রত সচেতন নাগরিকদের পক্ষ থেক।
সকলের সকলের দাবি, কাদের মোল্লাসহ সকল রাজাকেরর ফাঁসি চাই। হ্যাঁ আপনার বিবেককে প্রশ্ন করুন, দেখুন উত্তর কি আসে? রাজাকারের ফাঁসি? যদি হ্যাঁ হয়; তহলে আপনিও এক হোন, আপনিও সামিল হোন এই বিক্ষোভ সমাবেশের।
গতকাল খুলনা পিটিআইমোড়ে মোমবাতি প্রজ্বলনের কিছু ছবি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।