ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড বাসা থেকে নেমেই রিকশা পা্ওয়া গেল সামনে। অফিসে যাবো। ত্রিশটাকা ভাড়া নেয় ইদানিং। একসময় দশ টাকা ছিলো।
আমি ভাড়া জিজ্ঞেস করবো।
কিন্তু লোকটাকে কেন যেন পরিচিত লাগলো। কোথায় দেখেছি? প্রথমেই মনে হলো তার মতো আমার এক কাকাতো ভাই আছে। গ্রামে থাকে। কৃষিকাজ করে। উদয়াস্ত পরিশ্রম তার।
চেহারায় মিল আছে। আকৃতিতেও মিল আছে। এজন্যই কী পরিচিত লাগছে?
ভাবতে ভাবতে ভাড়া জিজ্ঞেস করি। -কত টাকা বাংলাবাজার।
- চল্লিশ টাকা।
– জবাব দেয় লোকটা।
আমার রাগ করা উচিত। এমনিতেই বেশি ভাড়া দিই। তার উপর আবার আরো বাড়তি চায়। চা্ওয়া শুরু করেছে মানে আর বড়জোর তিন মাসের মাথায় ঠিকই চল্লিশ টাকা দিতে হবে তাদের।
আমার রাগ করা উচিত। কিন্তু আজ কোন রাগই হচ্ছে না মনে। ওই যে শুরু থেকেই তাকে চেনা চেনা লাগা শুরু করেছে সে জন্যই বোধহয়।
-ত্রিশ টাকায় যাবেন? প্রস্তাব দিলাম।
একটু কী ভেবে সে রাজি হলো।
অন্যদিন হলো আমি বলতাম পচিশ টাকা। তারপর রিকশা্ওয়ালা ত্রিশ টাকা বললে উঠে যেতাম। ত্রিশ টাকা কথাটা আমি রিকশা্ওয়ালার মুখ থেকে বের করতে চাই। কিন্তু আজ আমিই ত্রিশ টাকা বললাম। যেন তার রিকশায় আমাকে উঠতেই হবে।
রিকশায় বসলাম উঠে। চলতে শুরু করেছে। হঠাৎ খেয়াল হলো রিকশা্ওয়ালার গায়ে যে জামাটা, দেখতে হুবহু সেরকম একটা জামা আছে আমার।
ক্লিন
রাত 8.42
12.7.12
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।