আমাদের কথা খুঁজে নিন

   

দৈনন্দিন ব্যাকরন



আমিও স্বন্ধ্যের মুখোমুখি, রৌদ্র সমুদ্দুর ঘেঁটে, দেখি চাঁদের অলস উঁকি, আর নিয়নের কালসিটে। । প্রয়োজন আছে বাকি, তাই জীবনের ঋণ, অসহায় চোখে দেখি, বাড়ে প্রতিদিন। । গোলমেলে হিসেব কত আছে প্রশ্নের কোলাহল, বাড়ে জবাবহীন ক্ষত, কমে অশ্রুর নোনা জল।

। ভুলে যাওয়া ভুল বুঝে, আছে হারাবার হাতছানি, প্রিয় মুখ খুঁজে খুঁজে তবু বাঁচে অক্লান্ত স্বন্ধানী। । বয়সের পাতা ঝরে, কমে স্বপ্নের ধার, এবং প্রাপ্তির বালুচরে, ঋণাত্মক সংসার। ।

তবু ক্লান্তির বাহুডোরে আটকে গেলে হাত, তোমার পলক ছোঁয়া ভোরে, আসে আশবাদী সুপ্রভাত। । - ০৬/১১/২০১৩ - সাইবারজায়া, মালয়শিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।