কোরিয়ান রূপকথা -১
কোরিয়ান রূপকথা -২
বাঘ লোকটা কে শুইএ রেখে অন্য কাজে ্চলে গেলো ফিরে এসে ভাল করে ফলার করবে বলে। লোকটিও সেই ফাকে একটা পাথর তুলে নিয়ে বাঘের বাচ্চা টাকে মেরে গুহা থেকে পালিয়ে এলো আর একটা গাছের মগ ডালে উঠে বসে রইল।
এদিকে ডাইনীর ছেলে লোকটা কে খুঁজতে গিয়ে দেখল দেয়াল ভাঙ্গা,লোকটা নেই। সে বুঝল লোকটা পালিয়েছে। সে তখন ই রাগে ফুলতে ফুলতে একটা শেয়াল হয়ে গেলো, তারপর গন্ধ শুকে খুঁজতে খুঁজতে বাঘের গুহার সানে এসে দাঁড়ালো।
ওদিকে বাঘ ফিরে এলো। সে তার ঘরে গিয়ে দেখল মানুষ টা তো নেই, আর কে যেন তার বাচ্চা টাকে মেরে ফেলেছে। শেয়াল টাকে সে আগেই লক্ষ করেছিল। বাঘ ভাল নিশ্চই এ ওই শেয়ালের কাজ। শেয়াল টা তো তার গুহার সা্নেই দারিয়ে ছিল।
সে আর কাল বিলম্ব না করে তখন ই বাইরে এসে শেয়ালের উপর ঝাপিএ পরল।
পথিক গাছের দাল থেকে দেখছে বাঘ আর শেয়ালের মারামারি। শেয়াল হলেও আসলে সে তো ডাইনীর ছেলে। গায়ের জোরে কেউ ই কম যায় না। তবু শেষ কালে বাঘ টা শেয়াল টাকে কেটে টুকরো টুকরো করে ফেলল।
তারপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে সেও লুটিয়ে পরল মাটিতে। দেখতে দেখতে তার ও প্রান বেরিয়ে গেলো।
লোকটি তখন গাছ থেকে নেমে এলো। তারপর সাহস করে আবার চলে এলো ডাইনীর ছেলের বাড়ি তে। না, অখানে আর কোন মালিক নেই।
সে ডাইনীর ছেলের বাড়ি দখল করে নিল। তখন সব চাকর বাকর, জিনিস পত্রের সে হল মালিক। সে হুকুম দিল দাইনি কে যেন তার বাড়িরচারদিকে ঢুকতে না দেয়া হয়।
সেখানে সে মনের সুখে রাজার মত দিন কাটা তে লাগলো। আর এটা দেখে দাইনি ভয়ের চোটে তার ঘর বাড়ি ছেরে কোথায় পালিয়ে গেলো কেউ জানে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।