একজন পথিক রাস্তা দিয়ে চলেছে। চলতে চলতে সন্ধ্যা হয়ে এলো। এদিকে অন্ধকারে ষে এসে পরেছে এক বনের ধ্যে। লোকটি ঘুরতে ঘুরতে শেষ কালে পথ হারিয়ে ফেল। তারপর অনেক রাত্রে হঠাৎ দেখল বনের ধারে মস্ত এক বাড়ি।
ক্লান্তিতে তার শরীর অবসন্ন হয়ে পরেছে। ষে সেই বাড়ির বন্ধ দরজায় বার বার ধাক্কা দিতে লাগলো আর চেঁচাতে লাগলো, "কে আছ?,আমায় এক্ত শ্রয় দাও"
এটু বাদে ভেতর থেকে এটা মেয়ের গলা ভেসে এলো। তারপর ষে এসে দরজা খুলে লোকটাকে ভেতরে নিয়ে গেল। োকটি দেখল মস্ত বড় বাড়ি। অনেকগুলি বড় বড় ঘর।
কিন্তু লকজন কেও নেই। মেয়েতি তখন পথিক কে বলল, " এ আমার বাড়ি। আমার কেও নেই। কিন্তু খাবার দাবার, জিনিস পত্র এখানে কিছুর অভাব নেই। তমায় কেও কিছু ববে না।
তুমি জতদিন খুশি থাক। " এই বলে ষে ক্তিকে প্রচুর খাইয়ে দিল, তারপর এটি ঘরে নিয়ে গিয়ে সেখানে নরম পালক ঢাকা বিছানা দেখিয়ে বলল, "এবার তুমি ঘুমাও। কালকে আবার আসব। "
সারাদিনের খাটুনি আর ধকলে পথিক বড় ক্লান্ত হয়ে পড়েছিল, তাই যেমনি শোয়া অমনি সে ঘুমে ুচেতন হয়ে পড়লো।
(চলবে) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।