শেখ মুজিবের জন্মদিনে আওয়ামী লীগারদের দিন কেমন গেল? খিচুরি খাওয়ার আরেকটা বার্ষিক অজুহাত। তথাকথিত "তৃনমূলের" ঘাড় ভেঙে দেয়া হয়েছে দু-পয়সা কামানোর ধান্দা মাথায় ঢুকিয়ে দিয়ে। এখন এরা জম্বিদের দল, তা ইতিহাস বলে এরা সবসময়ই এমন উদ্ভ্রান্ত, গভীরতা হীন পাল। মাঝেমধ্যে রিফ্লেক্স মত গা ঝাড়া দেয় ঠিকই কিন্তু বেশির ভাগ সময়ই মূলত আদর্শহীন। আর মূল নেতৃত্বের বর্তমান হাল দেখলে সোহ্রাওয়ার্দি আর ফজলুল হক মাটিতে গড়িয়ে গড়িয়ে কাঁদত।
দল হয়ে গেছে কোম্পানী তার আছে মালিক পক্ষ আর আঙুলচোষা পক্ষ। হাসিনা আর শেখ সেলিমের আওয়ামী লীগে কার ঘাড়ে কটা মাথা মনে করিয়ে দেবে আওয়েমী লীগ থেকে শেখ মুজিবের জন্ম উল্টোটা নয়। ভদ্রমহিলা চলে গেলে ওনার দল কি করবে? "গনতান্ত্রিক কেন্দ্রায়ন" এখন গণভবনের বাইরে খাবি খাচ্ছে। খালেদা ও কোমরভাঙা তারেক এখনও জনপ্রিয় তা শেখ পরিবার মানুক বা নাই মানুক। অনেকের মত আমিও গভীর আমোদে দেখি জয় কে লাইমলাইটে আনার প্রানান্তকর চেষ্টা।
আওয়ামী লীগের ভবিষ্যত কুয়াশায় ঘেরা। আমি তোমার জন্মদিনে ব্যাথিত মুজিব, তোমার না হলেও তাজের দীর্ঘশ্বাস ঠিকই শুনতে পেলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।