আমাদের কথা খুঁজে নিন

   

প্রধান মন্ত্রীর বক্তব্য কে কেন প্রশ্ন বিদ্ধ করলো প্রথম আলো ?

প্রথম আলো পত্রীকার হেড লাইন ছিলো প্রধান মন্ত্রীর বক্তব্য নিয়ে । মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন বন্যা দেশের জন্য ক্ষতি করে না উপকারও করে । আমারও একই ধারনা । বন্যা হলে মানুষ ত্রান পায়, ঘরবাড়ি মেরামতের টাকা পায় । সাংবাদিকরা নিউজের বিষয় পায় ।

বন্যা হলে জমিতে ফসল ভাল হয় । আর ক্ষরা হলে ? বাংলাদেশের মধ্যে সবচাইতে কম বৃস্টিপাতের হার নাটরের লালপুর বাগাতি পাড়া । বর্তমানে দেশের বেসকিছু এলাকায় বন্যার সৃস্টি হলেও লালপুর বাগাতি পাড়ারা পুকুরের তলাতেও পানি নাই । চৈত্রের ধানি জমির মতই কাঠ ফাটা । টিউবঅয়েলে পানি নাই ।

ধানের চারা উৎপাদনের প্রয়োজনীয় পানি নাই । যাক সরকার বেচে গেলেন কারন ক্ষরা হলে ত্রান দিতে হয় না । সাংবাদিকের মাইক্রোনের সামনে দাড়াতে হয় না । ক্ষরায় মানুষ না খায় মরলে বলা যাবে হিটস্টোকে মরছে । অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ ! http://www.bdagromarket.com/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.