আমাদের কথা খুঁজে নিন

   

প্রধান উপদেষ্টা - ফখরুদ্দিন সাহেবের e-mail id-টা খুব দরকার, তাকে মেইল করাই এখন আমার সর্বকালের প্রধান ও শ্রেষ্ঠ কর্ম !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

এরকম একটি সিদ্ধান্ত নেবার আগে বেশ কয়েকবার চিন্তা করেছি, কিন্তু উপায়হীন, এ ছাড়া কোন গতিও খুজে পাচ্ছিলামনা। দেশ যখন জরুরী অবস্থায় জর্জরিত, বণ্যা কবলিত, দেশের অর্থনৈতিক অবস্থায় টানপোরেণ, ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ব্যবসার কার্যক্রম প্রসারিত’র বদলে ক্রমান্বয়ে সংকুচিত, স্বাধীনভাবে কথা বলার শক্তি যখন মিয়ম্রান তখন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এরকম একটি সাধারণ চিন্তা মাথায় আসতেই পারে। “যখন অভব অনটন দরজায় কড়া নাড়ে তখন নাকি ভালবাসা জানলা দিয়ে পালায়” এ তো গেল কবির ভাষায় কাব্যিক কথা, কবিতার সুর ভাল লাগে কিন্তু যখন “ক্ষুদার জন্য পৃথিবী গদ্যময়” রুপে বাস্তবতা সামনে চলে আসে তখন কবিতা আর গানের সুমিষ্ট সুরও বড় বেসুরা মনে হয়। এটাই সাধারণ নাগরিকের, সাধারণ জীবনের, খুব সাধারণ এক বাস্তবতা। দেশের সাম্প্রতিক বণ্যা পরিস্থিতিতে যখন অর্থনৈতিক ব্যবস্থা হুমকির মুখে, তখন নিু মধ্যবিত্ত, গরীব, পথের মানুষগুলোর অর্থনৈতিক অবস্থা কতটা স্বচ্ছল তা সহজেই অনুমান করা যায়।

বাজারের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য যখন আকাশচুম্বি, ধরা ছোয়ার বাহিরে বর্তমান পরিস্থিতিতে তখন এসব দিন আনি দিন খায় গোছের মানুষগুলোর কি অবস্থা তা কি একবার চিন্তা করা যায়। বাজারে যে পরিমাণ অর্থ নিয়ে যাওয়া হয়, ১০টি পণ্য ক্রয়ের জন্য সেখানে ২-৩টি পণ্য কিনেই হা-পিত্যেশ করা ছাড়া কোন উপায় থাকেনা। এ পরিস্থিতি অবলোকন ও পর্যালোচনার জন্য আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চয়ই কোন না কোন মন্ত্রনালয়লের নির্দিষ্ট লোক রেখে দিয়েছেন, তারা কি এসব খবর তার কাছে পৌছান ? আমার সন্দেহ আছে, যদি সত্যিই পৌছত তাহলে উপদেষ্টা সাহেব কোন না কোন ব্যবস্থা নিতেনই, আর যাদেরকে রেখেছেন তারা নিশ্চয় এই “নিু মধ্যবিত্ত, গরীব, পথের মানুষগুলো’র” তালিকায় পড়েন না। তাই তারা বোধ হয় উপলব্ধিও করতে পারেন না। অন্তত সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও সবকিছু জানানোর অধিকার আছে, তাই প্রধান উপদেষ্টার ই-মেইল আইডিটা খুব দরকার, আর কেউ না হোক আমি প্রতিদিন বাজারের একটি বর্তমান উধ্বগতির মূল্য তালিকা তাকে মেইল করে পাঠাব।

এটাই আমার এখন প্রধান দায়িত্ব। শুকনো কথায় যেমন চিড়া ভেজেনা তেমন খালি পেটে কোন ভাল কথাও ভাল লাগবেনা। এটাই বাস্তবতার নিমর্ম সত্য উপস্থাপন। তাই, কারও কাছে যদি উপদেষ্টা স্যারের e-mail id জানা থাকে, এই পোষ্টদাতাকে দিয়ে উপকৃত করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.