কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
রাজনৈতিক দল গুলো কার কাছে পরাজিত হয়। রাজনৈতিক দলের কাছে
না। জনগনের রায়এর কাছে। জনগন যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসিন হবে। যে একটি ভোট কম পাবে সেই দল পরাজিত হবে।
এখানে অতিঃ কোন কারসাজি নেই । যার কর্মসূচি সহজ ভাষায় ভোটারদের কাছে পৌছালে এবং তাদের পক্ষের কর্মসূচি মনে করলে। অবলিলায় তার প্রতি সমর্থন প্রকাশ করবে। মানুষ এই অবস্থার গুনগত পরিবর্তন চায়। জটিল রাজনিতি থাকবে।
রাজনিতিকে রাজনিতি দিয়ে প্রতিহত করতে হবে। তাই বলে সাধারন ভোটারএর ভোট কে অস্বিকার করা মেনে নেয়া যায় না। কারচুপি যদি হয় তার জন্য ভোটাররা দায়ি নয়। এটা সিষ্টেম এর অংশ মাত্র। এই সিষ্টেম পরিবর্তন করার দায়িত্ব কার ।
একটি শক্তিশালী নির্বাচন কমিশন হতে পারতো তার সমাধান। কিন্তু বিশ্বাসকে কে নবায়ন করবে। কার আছে সেই মানসিকতা বিরত্বের সহিত গনতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ বিরোধীদলের দায়িত্ব গ্রহন করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।