সস্যারের কথা কত কাল সংবাদে ভেসে আসলো বিশ্বজিতের খুনিদের জীবন বৃত্তান্ত। যে ভাবে একটি প্রকাশ্য নির্মম, বর্বর খুন নিয়ে রাজনীতির খেলা হলো তাতে বাঙালী জাতি হিসেবে আমরা আসলেই লজ্জিত। ছাত্র লীগ না ছাত্র দল কিংবা ছাত্র শিবির এমন বিতর্কে দ্বায়িত্বশীল ব্যাক্তিরা কি করে যেতে পারে এমন জল্লাদী প্রকাশ্য হত্যার পর? বাবা, চাচা, ভাই কিংবা কোন আত্নীয় জামাত বা শিবির করলে ঐ পরিবারের যে কেউ কোন অন্যায় করলে সেই অপরাধ জামাতের হয়ে যাবে? এক জন বাপ দৈনিক জনকন্ঠে কলাম লেখে আওয়ামী লীগের স্থানীয় নেতা তারই ছেলে শিবিরের বড় নেতা তাহলে কি ছেলে খুন করলে আপনারা বলবেন যে আওয়ামী লীগ খুন করেছে?? আবার একজন বাবা জামাতের শীর্ষ স্থানীয় নেতা তার ছেলে ন্থানীয় যুব লীগের নেতা এখন বাপ জামাত করার কারনে কী ঐ ছেলের সব কু - কর্ম জামাতের হবে??? এক জনের পাপের বুঝা যে আরেক জনের না সে টা কোন পাগলে না বুঝে? প্রধান মন্ত্রীর বিয়াই রাজাকার তাই বলে কী আমরা প্রধান মন্ত্রীকে রাজাকার বলবো?? অসভ্য, মূর্খ সামাজিক বিভাজন আর অন্যায় করার লাইসেন্স দেয়ার খেলা আর কত দিন চলবে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।