মেঘের কোলে ভাসিয়ে দিলাম আমার যত কল্পনা আমি একটা জীবন্ত লাশ- মায়া, মমতা, ক্ষোভ, ভালোবাসা, সহানুভূতি কোনটাই স্পর্শ করেনা আমাকে। আমি এক পথহারা পথিক, সময় পথ করে দিয়েছে অগোছালো অসীম শূন্যতায়। পাথর হয়ে তো জন্ম নেইনি? তাহলে কিসের তাড়নায় আমি পাথর? পিচঢালা পথে, ঠাসবুনোটের ভিড়ে নিজেকে হারাতে হারাতে বেঁচে থাকা তারাদের মাঝে স্বপ্ন খুঁজে ফেরা..... কখনো পাওয়া কখনো হারিয়ে যাওয়া। জীবন, যুদ্ধ, জীবন্ত লাশ আর কতদিন........ আর কত কাল যন্ত্রণা পুষবো বুকের পাঁজরে। সময় খুঁজে স্বপ্নের ঘুড়িতে উড়তে চায় ক্লান্ত চোখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।