আমি আবার আসবো ফিরে,
আমি আবার আসবো ফিরে,
আসবো ফিরে দৃষ্টির কিনারে,
দিনের সূর্যে রাতের আঁধারে।
হয়তো ভোরের কুয়াশায় মিশে
অথবা সূর্যমুখীর মত হেসে,
হয়তো কাশবনের শুভ্রতা নিয়ে
অথবা রঙ্গিন কোন বেশে ।
আমি আবার আসিব ফিরে,
আম কাঁঠাল লিচুর দেশে
আসব আবার মুকুল হয়ে
মাঝির নৌকার পাল তুলে ।
হয়তো কোন জেলের জালে
অথবা রাখালের মুখের হাসি,
হয়তো রমণীর কঙ্কন হয়ে
উঠবো আমি বেজে ।
ফিরে আসিব সবুজ ধানে
ডাকব ওই আকাশ পানে,
লাউয়ের ডগার মত করে
বেড়ে উঠবো অশান্ত হয়ে ।
আমি আবার আসবো ফিরে
বাংলা মায়ের সন্তান হয়ে
কাঁদবো না আমি যেন,
গাইবো সোনার বাংলা ।
হয়তো উড়বো পতাকার মত
গর্জন করবো সৈনিকের মত,
গান গাইবো বাউলের মত,
আবার আসবো তোমাদের তরে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।