আমাদের কথা খুঁজে নিন

   

পথহারা রাজনীতি পথহারা সরকার: বাংলাদেশ তোমার পথ কোনদিকে

বিক্ষিপ্ত ভাবনা আজ বিবিসিতে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের বক্তব্য শুনছিলাম। তিনি বক্তৃতা করছিলেন কনফেডারেশন অফ বৃটিশ ইন্ড্রাস্টিজের অনুষ্ঠানে। তিনি বলছিলেন, আমরা কাজ করছি কঠোর (tough), রেডিক্যাল, এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে। সিদ্ধান্ত গ্রহনে এই তিন নীতি অনুসরনে আমরা বাজারে আমাদের ব্যবসায়ের প্রতিযোগীতা ধরে রাখতে চাই। আসুন আমরা এবার বাংলাদেশের সরকারকে দেখি (এ বিষয়গুলো কম বেশী সব সরকারের আমলেই সমান)।

- - বিদেশীদের গদাম ছাড়া এখানে কিছুই হয়না (পদ্মা সেতুর দূর্নীতির তদন্ত)। ফল: মান সম্মান, আম ছালা সবই শেষ হবার অবস্হা। - হলমার্ক তদন্ত ( ২ বছর আগে বিষয়টি নজরে আসার পরও কোনও ব্যাবস্হা নেয়া হয়নি। ফল: ব্যাংকিং ব্যাবস্হা ভেংগে পড়ার মত অবস্হা। -ছাত্রলীগের সন্ত্রাস ও টেন্ডারবাজী।

ফল: শিক্ষা ব্যাবস্হা ধংস হওয়ার পথে । রাজনীতিতে অস্হিরতার প্রাথমিক কারণ। - দূর্বল এবং লুটপাটের মনোভাবে গৃহীত সিদ্ধান্ত। ফল: রাস্তাঘাট, বিদ্যুৎ, এবং অন্যান্ন অবকাঠামো ধংস হবার পথে। শেয়ার বাজার মৃত প্রায়।

সমন্বিত ফল: বিনিয়োগ নেই, ব্যাবসা বানিজ্যে স্হবিরতা, বেকার সমস্যা বেড়ে যাওয়া, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়া, জীবন যত্রার ব্যায় বৃদ্ধি। দ্রুত নেয়া র‌্যাডিক্যাল, কঠিন সিদ্ধান্ত সমূহঃ - তত্ত্বাবধায়ক ব্যবস্হা বাতিল। ফল: রাজনীতিক স্বার্থে নেয়া এ সিদ্ধান্ত দেশে অস্হিরতা তৈরি করেছে এবং সামগ্রিক ব্যবস্হাকে জটিল করে তুলেছে। কোর্টের চুড়ান্ত রায়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আরও অনেক ভাল অবস্হায় থাকতে পারতাম। - যুদ্ধাপরাদের বিচার শুরু করা।

ফল: রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা। তবে এখানেও সমস্যা থেকে যাচ্ছে, আইনি দূর্বলতা ও পক্রিয়াগত দূর্বলতার কারণে, এবং বিচার ব্যবস্হাকে প্রশ্নাতীত না করার কারণে এ বিচার পক্রিয়া বাংলদেশের রাজনীতিকে কঠিন অবস্হায় ফেলতে পারে। আমেরিকার রাষ্ট্রদূতের প্রেসনোট সেই ইংগিতই দিচ্ছে। দেখা যাচ্ছে সরকার যেখানে দ্রুত, র‌্যাডিক্যাল, এবং কঠিন সিদ্ধান্ত নেয়া দরকার সেখানে উল্টোটা করার কারণে আজ সামগ্রীক অব্যবস্হা, অনিশ্চয়তা বিরাজ করছে, দেশ পিছিয়ে যাচ্ছে। সরকারের সফলতা কামনা করি।

সরকার সফল হলে দেশ সফল। আমরা সবাই সফল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.