হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
বিভ্রান্ত আমি
নেই কোনো সাথী,
বিষন্ন পথে
চলেছি একাকী।
আশা নিরাশার
মাতন দোলায়-
ভেঙ্গেছে হৃদয়
অবহেলায়।
কিছু শুনতে, কিছু বলতে
আর নীরবতা ভালো লাগে। ।
একটি মুহূর্তের তরে
হাজারো মুহূর্ত কাটিয়ে,
একটি কথার তরে
হাজারো কথা শুনে-
কতো সময় চলে গেছে
প্রতীক্ষার প্রহর গুনে।
কিছু শুনতে, কিছু বলতে
আর নীরবতা ভালো লাগে। ।
শুধু তোমায় ভেবে ভেবে,
শুধু তোমায় মনে করে,
কত লগ্ন কেটে গেছে
নিঃশব্দে কেঁদে কেঁদে।
অতৃপ্ত হৃদয় মাঝে
তৃপ্তি খুঁজেছি,
অস্থির কিছু ক্ষণে
স্থিরতা খুঁজেছি,
তোমার অগোচরে সব
অব্যক্ত কথা বলেছি।
কিছু শুনতে, কিছু বলতে
আর নীরবতা ভালো লাগে।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।