জীবনে যা চেয়েছি তাই পেয়েছি কোন চাওয়াই অপূর্ন নেই । বড়লোক হওয়ার খুব সখ
ওদের নাম জানা থাকলেও ঠিকানা অজানা। ছয় থেকে ১২ বছর বয়সী এই শিশুদের কেউ বলতে পারে মা-বাবার নাম, কেউ বা জানে এলাকার নাম; কিন্তু সঠিক ঠিকানার অভাবে আটজনকে পেঁৗছে দেওয়া যাচ্ছে না আপনজনের কাছে। ওদের আশ্রয় এখন তেজগাঁও থানাসংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে।
ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষ জানায়, ছয় বছরের শিশু রাজিবকে পাওয়া গেছে গত ১৬ আগস্ট।
রাজিব জানিয়েছে, তার বাবা আলেকজা ও মা হালিমা নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকে। আরেক শিশু ৯ বছরের ফারজানা প্রতিবন্ধী। উজ্জ্বল শ্যামলা মেয়েটি স্বজনের ঠিকানা বা পরিচয় কিছুই জানাতে পারেনি। আশ্রয়কেন্দ্রে থাকা সাত বছরের খোকন জানিয়েছে, বাবা বুলুু রিকশা চালান। মা মিনাসহ তারা ছিল কুড়িল বস্তিতে।
১১ বছরের লাবনী তার আরেক নাম 'নামিয়া' বলে জানিয়েছে। বাবা আশরাফ তাকে এ নামেই ডাকতেন। তবে বাবার পেশা, মায়ের নাম ও ঠিকানা বলতে পারেনি লাবনী। গত ১৮ আগস্ট থেকে সে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। শিশু মিরাজের বয়স সাত।
বাবা রাজু রিকশাচালক। মায়ের নাম শাহিনা। গত ২৬ আগস্ট তাকে পাওয়া গেছে। আরিফুল ইসলাম অনিমের বয়স আট। বাবা রানা মারা গেছেন।
মা সোনিয়া আক্তার বরিশালের গৌরনদীতে থাকেন। প্রিয়ার বয়স ১২। বাবা ওমর ফারুক, মা সাবিনা আক্তার পলি। গত ২২ আগস্ট পাওয়া গেছে প্রিয়াকে। আট বছরের জসিম মা-বাবার নাম জানাতে পারেনি।
ঠিকানাও মনে নেই শিশুটির। এসব শিশুর অভিভাবকদের পরিচয় পেলে ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগের জন্য (টেলিফোন নম্বর ০১৭৪৫৭৭৪৪৮৬-৭ অথবা ৯১১০৮৮৫/৯৯৯-২৬৩৪) অনুরোধ করেছে পুলিশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।