বৃষ্টি নামলো যখন আমি উঠান পানে একা, দৌড়ে গিয়ে, ভেবেছিলাম তোমার পাবো দেখা, হয়তো মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছের তলে, আজানুকেশ ভিজিয়ে নিচ্ছো আকাশ-ছেঁচা জল্ কিন্তু তুমি নেই বাহিরে – অন্তরে মেঘ করে, ভারি ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। কেউ একজন বলেছিলো, হাত ছাড়িস না স্পর্শ হারিয়ে গেলে কথারা হারিয়ে যায় ভালোবাসারা পথ ভুলে বিপথে হয় গুম! সেই একজনই হাত ছেড়ে বৈদেশী হয়ে গেছে কবে! কেউ একজন বলেছিলো, গান ভুলিস না সুর মুছে গেলে হুদয় বিবাগী হয় রং হারিয়ে বিবর্ণ হয় চোখের নিলাভ তারা শ্যাওলা জমে শরীরের কোঠুরীতে! সেই একজনই সব রং নিয়ে কবেই হারিয়েছে অসীমের সীমানায়! আমি পাঠকাঠি হাতের আঙ্গুলে তার স্পর্শ খুঁজি দম ছেড়ে আবার নেই তার ঘ্রানের লোভ এ ... মরচে পরা হারমনিতে সুর দেই ... মানুষের হৃদয় হয়ে মানুষ কতটা দুরত্তে গেলে হয়ে যায় ইট কাঠের তৈরি পুতুল ? কতটা দুরত্তে গেলে ভালবাসা ছুঁতে পারে না আর ! কতটা ভাঙ্গলে ভুলে থাকা যায় ভুলের মহল ? ২০/০৬/২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।