আমাদের কথা খুঁজে নিন

   

ত্রয়ী গীতিকবিতা/শফিকুল ইসলাম

"তার ও আগে বৃষ্টি নামুক আমাদের বিবেকের মরভূমিতে/ সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক, /আর পরিশুদ্ধ হোক ধরা,হৃদয়ের গ্লানি..."--শফিকুল ইসলাম (০১) ভালবেসে যদি দুঃখ পাই তবুও জীবনে একবার ভালবাসব- হৃদয়ের পরশ দিয়ে একটি হৃদয় জাগাবো ॥ আমায় দুঃখ দিয়ে কেউ পেতে চাইলে সুখ তারে ও আমি করবো না বিমুখ, কাটার আঘাত সয়েও অন্তত একটি ফুল আমি ফুটাবো ॥ এ হৃদয় নিঃস্ব করে বিশ্ব যদি কেউ চায় তার হাতে তুলে দেব বিশ্বটা অবলীলায়, নিজেরে পুড়ায়ে হলে ও একটি দীপ আমি জ্বালাবো ॥ (০২) আমি তো ক্লান্ত এখন খুঁজে খুঁজে একটি সুখের ঠিকানা ভালোবাসার ছায়ায় ঢাকা একটু শ্যামল আঙিনা ।। জানি না কেন যে মানুষ এত কৃপণ এতটুকু ভালোবাসা দিতে কুন্ঠিত মন- যেখানে আশার হাত বাড়াই, পাই শুধু বঞ্চনা ।। মনে ভাবি মানুষের কাছে বুঝি আর হয় তো এর বেশি কিছু নেই পাওয়ার- মনের কামনা মনেই থাকে, চোখের জলে খুঁজি সান্ত্বনা ।। (০৩) আমি অন্ধকার আকাশের তারা, আঁধারের মাঝে জ্বলি একা একা আমার গোপন কান্না রাতের গহন আঁধারে থাকে ঢাকা। নয়নে আমার কত যে আশার ছিল স্বপন আজ স্বপ্ন আমার ভেঙেছে, ভেঙেছে মন অশ্রুভেজা আজ এ দুটি আখি কাজল আঁকা। আলোকের নিচে আঁধারের খবর কেউ রাখে না কেউ বুঝে না তাই আমার মর্ম বেদনা আমার মর্মবেদনার সাক্ষী শুধু আমি একা ॥ [কবি শফিকুল ইসলাম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।