“_____________” ত্রয়ী
১.
শিশিরে ছোট হয়ে আসে ভোরের সূর্য,
দিন শেষে তবু সেই শিশিরেই ঘুম।
আকাশের নীল মেখে উত্তাল সমুদ্র,
ঢেউকে পাঠিয়ে যেন এঁকে দেবে চুম
আকাশের নীলিমে; আরও নীল হতে বেদনায়।
আমার আবেগের ঢেউ বার বার
থেমে যায় তোমার ব্যক্তিত্বের বাঁধে।
হৃদয়ের কথাগুলো পথ ভুলে
প্রাচীরের কোণে বসে কাঁদে।
সেই সব কথা না বলাই থেকে যাই।
২.
ঘুম ঘুম ঘুমিয়ে মাঝরাত ভোর হয়;
চোখ মেলে দেখি দুটি চোখ চেয়ে আছে।
এক এক সেকেন্ডের দৃষ্টিতে
হাজার বছরের ভালবাসা ঠেসে আছে।
না চাইতেই এতো কিছু পেয়ে,
আরও কিছু পাওয়ার লোভ বেড়ে যায়।
চেয়ে থেকো এমনি ভালবাসা নিয়ে,
যতদিন দৃষ্টি ঝাপসা না হয়।
৩.
হৃৎপিণ্ডের টুকরোগুলো কুড়িয়ে রাখি মুঠোয়।
সবই ঠিক আছে;
শুধু নিশ্বাস বন্ধ হয়ে আসা পাখিটা ডানা ঝাঁপটায়।
পৃথিবীর নিশ্বাসে পোড়া গন্ধ;
দোলনচাঁপা পুড়ে গেছে খরায়।
চাতকের শুকনো ঠোট আমাকে বৃষ্টি হতে বলে।
আমি বুদবুদ হই-
মহাশূন্যে হয়ে যাই লীন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।