যে জীবন ঘাসফড়িঙের, যে জীবন রঙিন প্রজাপতির, ঐ জীবন পেলে মন্দ হতো না।
(১)
একটা জোনাক এনে দেবে?
বড্ড অন্ধকারে চারিদিক ছেয়ে আছে।
আমি জোনাকের আলোয় পথ দেখে
তোমার কাছে পৌঁছব;
দুহাত বাড়িয়ে তুমি আমায়
বুকে টেনে নেবে তো?
(২)
আমার হৃদয় দীঘিতে তোমার ভালোবাসা
তেজি গজারের মতো ঘাই মেরে যায় ক্ষনে ক্ষনে
আর আমি ঘাটে বসে পানিতে পা ভিজিয়ে ঢেউ দেখি।
ঢেউ গুণে দেখার চেষ্টা করে যাই আপ্রাণ।
কিছু ঢেউ গোণার পরই খেই হারিয়ে ফেলি,
আবার নতুন করে শুরু করি; আবার খেই হারাই।
ঢেউ গুণে গুণে ক্লান্ত হয়ে দীঘির ধারেই ঘুমিয়ে পড়ি
ফের জেগে উঠে ঢেউ গুণতে থাকি,
আকাশের তারা গোণা আর ঢেউ গোণা
আমার কাছে একই রকম ঠেকে;
কোনটাই গুণে শেষ করতে পারি না,
বারবার খেই হারিয়ে ফেলি।
(৩)
আমার মুখের দিকে তোমার সেই নির্বাক ফ্যাল ফ্যাল চাহনি দেখে
ইশারায় "কি" জিজ্ঞেস করার পর
এপাশ ওপাশ মাথা নাড়িয়ে "কিচ্ছুনা" বলা মিস করি খুব।
হাতের তেলোয় রাখা ঝাল লবন নেবার ছুতোয়
বারবার তোমার হাত ছুঁয়ে দেয়া মিস করি খুব।
বাদামের খোসা ছাড়িয়ে আমার হাতে দেবার সময়ে
তোমার কাঁপা আঙুলে আমার হাত ছুঁয়ে দেয়া মুহূর্তগুলি মিস করি খুব।
বিদায়ের সময়ে লাল চোখ নিয়ে আকুল হয়ে আমার হাত ধরে
ভাষা হারিয়ে ফেলা সেই মুহূর্তকে মিস করি খুব।
শোনো, সব মিলিয়ে তোমায় আমি মিস করি খুব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।