প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
তুলে আনা যাক!
কতই আর গভীর হবে? এরচেয়েও গভীরে মানুষ ঘুমায়।
তুলে আনো তবে!
মানুষ জানুক, আগুনের গভীরেও থাকে পুড়ে যাবার দাগ। সে দাগের রঙ আগুনের মত বলে মানুষ আলাদা করে চিনতে পারেনা।
*
মানুষ বলতে আমি বৃক্ষ বুঝি! দ্রাক্ষারস বুঝি!
*
গভীরে খুঁড়ে দেখো। গোপন ও অতল বলতে কিছু নেই। খুঁড়ে দেখার কিছু নিয়মাবলি আছে। সে সব জানা না থাকলে নিষ্ফল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।