আমি এক অসুস্থ মস্তিস্কের মানুষ। সমাজের অন্যায় গুলো কষ্ট দেয়। অসঙ্গতি এড়িয়ে চলতে পারিনা। আমার জীবন টা ছন্দহীন কাব্যের মত। মস্তিস্ক চর্চায় আমার নেশা।
নর খাদকের দল
খাবলে খাবলে খাচ্ছে পাজড় পিছের হৃদপিন্ড।
গনতন্ত্রের নামে করছে সমাজটা কে বিকলাঙ্গ।
শাষক শ্রেনীর অসম চালে,
নিশপেষিত জন জীবন।
যেখানে গ্রহন লেগেছে প্রতিটি মানব মনে।
আসবে কি করে সেখানে জোৎছনা।
দূর্নীতির বন্দীশালার দাগী আসামি যেন সব,
নিরবিকার দেখে যাওয়া কিছু নির্জিব প্রান।
একটা চাপা আগুনের স্ফুলিংগ দানা বাধছে,
হয়ত ক্রমান্বয়ে আগ্নেয়গিরির বিভৎস রূপ নিবে।
জ্বলে যাবে পুরো বন্দীশালার বন্দী জীবন।
সেই ভষ্ম প্রান বিসর্জন হবে জলপ্রপাতে।
নতুন বিশুদ্ধ প্রানের ছোঁয়ায় উল্লসিত ধরনী
মেতে উঠবে হয়ত কোন শিশুর অবারিত হাসিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।