নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!
দেশপ্রমের সাথে গনতন্ত্রের সম্পর্ক শতভাগ। আপনি গনতন্ত্রের প্যাচাল পারেন? আসুন দেখি আপনি কত বড় দেশপ্রেমিক, গনতন্ত্রের সাধক! নিজেকেই প্রশ্ন করুনঃ
১) আপনি কি নিজেকে সব সময় অন্যদের চেয়ে বেশী পন্ডিত মনে করেন? নিজেকে সবসময় ভিআইপি মনে করেন?
২) আপনি কি রাস্তায় সাইরেন বাজিয়ে সবাইকে সবকিছুকে স্হবির করে দিয়ে নিজে পার হয়ে যেতে চান?
৩) আপনি কি বিজনেস ক্লাসে/প্রথম শ্রেনীতে সবসময় ভ্রমন করেন?
৪) আপনি কি কারনে অকারনে বিদেশের হাসপাতালে চিকিৎসা নিতে যান?
৫) আপনি কি পরে এসে আগে কাজ সেরে চলে যেতে চান?
৬) আপনি কি অন্যের মতামত শুনতে অভ্যস্ত নন?
৭) আপনার কি নিজের কাজের সমালোচনা শুনলে গা হাত পা জ্বালা পোঁড়া করে?
৮) আপনি নিজে হাতে এক গ্লাস পানিও ঢেলে খান না?
৯) আপনি কি দুনিয়ার সবকিছুকেই 'রাবিশ' মনে করেন?
১০) আপনি কি বাংলাদশের সুদর্শন জায়গাগুলো বাদ দিয়ে জীবনের সব ভ্যাকেশনই বিদেশে করতে পছন্দ করেন?
১১) আপনি কি বিয়ে সাদী,ঈদ, পুঁজার শপিং দেশের বাইরে করে থাকেন?
১২) আপনি কি নিজে যা করেন না, তা অন্যকে করতে পরামর্শ দেন?
১৩) আপনি কি নিজের স্ত্রী বা স্বামীকে নির্যাতন করেন?
১৪) আপনি কি আপনার প্রতিবেশীর খোঁজ খবর রাখেন?
১৫) আপনি কি আপনার কাজের বুয়া বা ছেলে/মেয়েটার গা য়ে হাত তুলেন?
১৬) আপনি কি নিয়মিত ইনকাম ট্যাক্স দেন?
১৭) আপনি কি অন্যকে ঠকিয়ে নিজেকে লাভবান করতে ভালবাসেন?
১৮) আপনি কি মনে করেন আপনি ছাড়া এই দুনিয়া আর চলবেই না?
আসুন প্রশ্নের উত্তরগুলি খুঁজি আর নিরালায় বসে ভাবি! নিজের আয়নায় নিজেকে দেখি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।