যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। মাতৃভাষার চেয়ে প্রিয় যাদের
অন্য ভাষা,আরবী ভাষা।
মৃত্যু যারা কামনা করে
হোক মক্কায়,সৌদিআরব,
কেন তারা অন্য ভাষায়
কথা বলে না?
কেন তারা অন্যদেশে
মৃত্যু বরণ করে না?
কেন বঙ্গ ভাষা
তাদের জবাণ থেকে
ছিনিয়ে নেওয়া হয় না?
কেন তাদের মৃত লাশ
অন্য দেশে পাঠানো হয়না?।
আর ওই অন্ধ,বরবরের দল
যতদিন বঙ্গ ভাষায় কথা বলবে,
বঙ্গদেশে বাস করবে,
ততদিন বঙ্গদেশে গনতন্ত্র
পূর্ণতা পাবেনা। কারণ,
ঐ অন্ধ,বরবরের দল জানে না-
গনতন্ত্র মানে মুক্তি,
সকল প্রাণের মুক্তি।
গনতন্ত্র মানে প্রেম,ভালবাসা,
সকল প্রাণকে ভালবাসা,
প্রভূর ন্যায় ভালবাসা।
গনতন্ত্র মানে দেশকে ভালবাসা,
দেশের সকল প্রাণকে ভালবাসা,
মাতৃভাষাকে ভালবাসা,
মাতৃভূমিকে ভালবাসা,
সকল জাতীকে সমান ভালবাসা।
গনতন্ত্র মানে ধর্মভেদ না মানা,
ধর্মভেদে জাতীকে ভাল না বাসা,
মসজিদ,মন্দির,চার্যে গমণ না করা,
গনতন্ত্র মানেই সকলেই
প্রভূ,মুক্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।