অদ্ভুত পৃথিবী বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত বলেছেন, ‘বিশ্বব্যাংক এখন ঋণদাতার ভূমিকায় না থেকে পরামর্শদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলের কারণে বিশ্বব্যাংককে ক্ষমা চাইতে হবে।’ আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্বব্যাংক পদ্মা সেতু চুক্তি বাতিলের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খবর বাসসের। আবুল বারকাত আরও বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এ দেশের ১৬ কোটি মানুষ তাদের কর্ম ও আত্মত্যাগের মাধ্যমে পদ্মা সেতু করবে। মানববন্ধনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আইনজীবী এ এ হামিদ খান, আওয়ামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা মো. জলিলুর রহমান ও মো. ফেরদৌস আলম। প্রিয় ব্লগার বৃন্দ এই আবুল বারাকাত সাহেব শেখ হাসিনার শান্তির মডেল নিয়ে চষে বেরিয়েছেন সারা বিশ্ব আর সরকারি কোষাগার থেকে ক্ষতি করেছেন শত শত কোটি টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।