একটা মুখের আদল
প্রত্যহ এঁকেছি কল্পনায়
নিখুঁত গড়ন
মায়াবী মায়াবী চোখ
অনন্যা !
রূপসী !
যেদিন তোমাকে আমি
চোখ তুলে
প্রথম দেখেছি
নিমেষেই বুঝে গেছি
এ মুখ সে মুখ নয়
এ আরেক মুখ !
এ চোখ সে চোখ নয়
অন্য কোন চোখ !
হরিণী চাহনী নেই
গভীর নীলাভা নেই
সহজ সরল।
অধর রক্তাভ নয়
গভীর শ্যামল !
বুক চেরা হাসির ঝিলিক নেই
ছড়িয়ে ছিটিয়ে শুধু
হাসিমাখা ভাব
দুগালে পড়ে না টোল
দুপাশে লুটানো চুল
খুব ঘন কালো নয়
তেমন দীঘল নয়।
অথচ এখন
যেভাবেই স্বপ্ন দেখি
কল্পনায় পাখা মেলি
বারবার ভেসে ওঠে
একটাই মুখ
অন্য কারো নয়
সে তোমার মুখ !
সে তোমার মুখ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।