ও দয়াল রে তুমি আছো বলেই আছি আমি রে দয়াল রে। দুনিয়াটা বনবন করে মনের মধ্যে আনচান করে আদিক ওদিক খুজে বেড়াই তোমারে। বেহেস্থ দোজখ খুজি নাই'কো ভালো মন্দ বুঝি নাই কো সারা জীবন পড়ে রইলাম আন্ধারে। ছিলাম হায়রে-চরকির মতন করা হয় নাই -অন্তরের মতন ক্ষমা করে দিও-তোমার বান্দারে। আল্লাহ্রে আল্লাহরে তুমি হইলা অন্তর্যামী ধুলার চেয়েও ক্ষুদ্র আমি ক্ষয়ে যাওয়ার আগে মেলাও-হজরত রে বন্ধু হজরত রে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।