আমাদের কথা খুঁজে নিন

   

আধ্যাত্মিক ব্যাপার-স্যাপার

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আধ্যাত্মিক ব্যাপার-স্যাপার শাফিক আফতাব................. বৃক্ষে সংগোপণে বাড়ে পাতা-পাঁপড়িহীন ফুল অথচ ঘ্রাণে প্রাণ পড়ে থাকে তেপান্তরের সুধায়___ ফুলের ঘ্রাণে ধীরে ধীরে উত্তাপিত হয় উৎসমূল : তোমার তুমি এ কোন বায়বীয় মায়ায় জড়ায়। দেহ থেকে মাংসপিণ্ড সরে নিলে পড়ে থাকে পিঁঞ্জর প্রাণ প্রস্থান করে বলে প্রেমও উবে যায় তার থেকে___ তাহলে কী থাকে দেহের, মনের ভিতর : তাই ফসল ফলায়, ভালোবাসায়, অপরকে।

তোমাকে ভালোবেসে ধাঁ ধাঁ পড়ে যাই কে থাকে হায় আমার ভেতর __ কেনো সে যাদুমন্ত্রে ভর করে এই অধ্যাপকের মন অহেতুক কেনো গরম হয় ইতর গতর। সব কিছু যাদুর খেলা আমরা সবাই যাদুর গুটিঁ যাদুর গুটিতেই কাবু সবাই, আহা ! খাই লুটোপুটি। ২৯.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.