সভ্যচাষী
আধ্যাত্মিকতার উত্পত্তিমূল
মানবদেহের আঙ্গসমূহঃ
চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, মলদ্বার, জলদ্বার, রতিদ্বার, রজোদ্বার, সাঁইদ্বার, কাঁইদ্বার।
মানবদেহের বস্তুসমূহঃ দুগ্ধ, রতি, লালা, সাঁই, কাঁই (পঞ্চরসের সমাহার)
মানবদেহের বিষয়সমূহঃ
বয়স, আত্মা, কর্ম, পরিবার ও পেশা।
মানবদেহের শক্তিসমূহঃ
জ্ঞান, মন, বিচার, বুদ্ধি ও কামশক্তি।
মানবদেহের সদস্যসমূহঃ
ক. মানবদেহের বিষয়সমুহ
নাভি মানবদেহের মূল কেন্দ্রবিন্দু ইহাকে কেন্দ্র করে গড়ে ওঠেছে মানবদেহের সদস্যসমূহঃ
১। নাভির উপরের অংশ আকাশ, ঊর্ধ্বাঙ্গ, উচ্চাঙ্গ, আগধড় বা পশ্চিম
২।
নাভির নিচের অংশ ভূমি,নিম্নাঙ্গ, পাতাল, পাছধড় বা পূর্ব
৩। হৃদপিণ্ডের অবস্থানের পার্শকে বাম পার্শ্ব বা উত্তর
৪। হৃদপিণ্ডের বিপরীতে ডান বা দক্ষিণ
৫। নাসিকা বাঁশি
৬। গর্ভাশয় পাতাল আকাশ স্বর্গ
৭।
নর অর্ধাঙ্গ
৮। নারী অর্ধাঙ্গিনী
৯। নর নারী পূর্নমানব বা মানুষ
১০। বীর্য নারী চরিত্র
১১। আত্মা নর চরিত্র
১২।
সাঁই চন্দ্র
১৩। কাঁই সূর্য
১৪। জ্ঞান গুরু
১৫। মন শিষ্য
১৬। সুস্থতা দিন, মঙ্গল,জোয়ার উজান
১৭।
আসুস্থতা রাত অমঙ্গল ভাটা ভাটি
১৮। নর বৃন্দাবন কৈলাস
১৯। নারী নিধুবন লীলাভূমি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।