আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র শবেবরাত আজ

দূরে অাছি......তার্হ ফেরা সহজ....কাছের মানুষ কখনো ফেরে না......... আজ বৃহস্পতিবার পবিত্র শবেবরাত। সূর্যাস্তের সাথে সাথে শুরু হবে ১৪ শাবান। মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত পুরো রাতে সারাদেশে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র শবেবরাত উদযাপিত হবে। আজকের রাত হচ্ছে মুসলমানদের জন্য মহিমান্বিত ভাগ্যরজনী অর্থাৎ পরম কাঙ্ক্ষিত মহিমাময় পবিত্র লাইলাতুল বরাত। পবিত্র শবেবরাত উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আসকারের আয়োজন করা হয়েছে।

মসজিদগুলোতে খতিবসহ উলামারা এ রাতের তাত্পর্য তুলে ধরে মুসল্লিদের সামনে বয়ান করবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে যে, আজ রাতভর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিল, জিকির-আসকারের ব্যবস্থা করা হয়েছে। সারারাত নফল নামাজসহ ইবাদত করার পর ফজরের নামাজ আদায় শেষে মুসল্লীরা মহান রাব্বুল আ’ল আমীনের দরবারে ক্ষমা ভিক্ষা চেয়ে বিশেষ মোনাজাত করবেন। আর এ মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারকার পবিত্র শবেবরাত। আজ শবেবরাত হওয়ায় নিয়ম অনুযায়ী আগামীকাল সরকারি ছুটি থাকার কথা।

কিন্তু আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে শবেবরাতের ছুটির সাথে যুক্ত হয়ে গেছে। এদিকে আজ সংবাদপত্র অফিস বন্ধ থাকবে। ফলে আগামীকাল শুক্রবার পত্রিকা প্রকাশিত হবে না। আজ দিনের বেলায় রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন শবেবরাত নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বাংলাদেশ বেতার, বিটিভি, এফএম রেডিও চ্যানেল, বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো সূর্যাস্তের সাথে সাথে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

হাদিসে বর্ণিত রয়েছে যে, প্রতিটি মুসলমানের নিকট মহান আল্লাহ তা’আলার নৈকট্য ও সান্নিধ্য লাভের অন্যতম এক দুর্লভ সুযোগ এনে দেয় শবেবরাত। আল্লাহর নিকট সর্বান্তকরণে জীবনের সমস্ত গোনাহ থেকে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের পরম সৌভাগ্যের রাত আজ। প্রতিটি মুসলমানের প্রধান কর্তব্য হচ্ছে এ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। রাতভর আল্লাহ পাকের ইবাদত বন্দেগিতে মশগুল থাকা। শাবান মাস হচ্ছে পবিত্র মাহে রমজানের পূর্ব প্রস্তুতিস্বরূপ।

শবে বরাতকে বলা হয় রমজানের মুয়াজ্জিন বা পতাকাবাহী। শবেবরাত সম্পর্কে হাদিসে আরো বলা হয়েছে যে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেছেন, মধ্য শাবানের রাতে নামাজ আদায় এবং দিবসে রোজা রাখবে। তিনি এ মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। নবী রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসকে পালন করতেন। হাদিসে বলা হয়েছে, মুআয ইবনে জাবাল (রা.) বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেছেন আল্লাহ তা’আলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন।

আর মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আজকের রাতেই পরবর্তী বছরে যারা মৃত্যুবরণ করবে ও যেসব শিশু জন্ম নেবে তাদের তালিকা করা হয়। লাইলাতুল বরাতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, বরকতময় এ রাতে মুমিনদের প্রতি আল্লার বিশেষ অনুগ্রহ বর্ষিত হয়। সে সাথে আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আজকের রাত শুধুমাত্র ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট নিজেকে সমর্পণের রাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.